ঢাকা, শনিবার, ১১ মে, ২০২৪

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্পেনের দারুণ জয়


বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কসোভোর বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে স্পেন। প্রতিপক্ষকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এসেছে লুইস এনরিকের দল।

নিজেদের প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স সাদামাটা থাকলেও শক্তির বিচারে কসোভোর চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে স্পেন। সেভিয়ায় বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে দানি ওলমোর গোলে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা।

দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস। কসোভোর বেসার হালিমি ব্যবধান কমানোর পর স্প্যানিশদের হয়ে শেষ গোলটি করেন জেরার্দ মোরেনো। এতে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফিরেছে স্পেন। এক ম্যাচ কম খেলা সুইডেন ৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে।

গ্রিসের সঙ্গে ১-১ ড্রয়ে যাত্রা শুরুর পরের রাউন্ডে জর্জিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা। গ্রুপের অন্য ম্যাচে গ্রিস ও জর্জিয়া ১-১ গোলে ড্র করেছে। গ্রিস ২ পয়েন্ট নিয়ে আছে তিনে। ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে জর্জিয়া। কসোভোর পয়েন্ট শূন্য।

ads

Our Facebook Page